মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০

মতলবে শান্তি শৃঙ্খলা বজায়ে তারুণ্যের বিজয় সমাবেশ

নিজস্ব প্রতিনিধি ॥
মতলবে শান্তি শৃঙ্খলা বজায়ে তারুণ্যের  বিজয় সমাবেশ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে তারুণ্যের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ আগস্ট বুধবার সকাল ১১ টায় উপজেলার ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মোঃ ফরহাদ আহমেদ আলীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ নাজমুল ইসলাম, নারায়ণপুর শাখার সহ-সভাপতি কাজী মোঃ ইমন, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, হিউম্যানিটিস অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আরিফ বিল্লাহ।

তারুণ্যের সমাবেশে বক্তারা ছাত্র-জনতার বিজয়কে টেকসই করার জন্যে নিজ নিজ এলাকার দলমত নির্বিশেষে সকল মানুষ ও তাদের সম্পদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের সচেষ্ট থাকার আহ্বান জানান। বক্তারা গত কয়েক দিনে মতলব পূর্বাঞ্চলের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন হিউম্যানিটিস অর্গানাইজেশন, লোটাস-বাড চ্যারিটি ফোরাম, অনির্বাণ সমাজকল্যাণ সংস্থা, রক্তকণা ফাউন্ডেশন সহ এলাকার ছাত্র শিক্ষক অভিভাবক সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়