প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০০:০০
শ্রাবণের বৃষ্টিতে ফসলের মাঠে রোপা আমন ধান চাষে কৃষকের ব্যস্ততা
সাম্প্রতিক দিনগুলোতে থেমে থেমে বৃষ্টি পড়েছে। বর্ষায় চাঁদপুর জেলার ফসলের মাঠগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। স্বস্তি নেমে এসেছে প্রকৃতি আর মানুষের মাঝেও। শুক্রবার (৯ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলের মাঠে বৃষ্টির পানি জমেছে। তাই কৃষকরা বৃষ্টিনির্ভর আমন ধানের চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছেন। ধানের চারা রোপণের জন্যে লাঙ্গল দিয়ে জমি চাষাবাদের উপযোগী করে তুলছেন।
চাঁদপুর সদর উপজেলার লালপুর গ্রামের কৃষক শোহাইব হোসেন এ প্রতিবেদককে জানান, পানির জন্যে সমস্যায় ছিলেন। পানির অভাবে ফসলি জমি শুকিয়ে গিয়েছিলো। শ্রাবণ মাসের বৃষ্টিতে জমিতে চাষাবাদের আশা ফিরে পেয়েছেন। মাঠে রোপা-আমন ধান চাষের জন্যে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বলেও জানান তিনি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এবার চাঁদপুরের ৮টি উপজেলায় প্রায় ১১শ' হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আষাঢ়ের প্রথম থেকেই চাষাবাদ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির অভাবে কৃষকরা সময় মতো সেই কার্যক্রম শুরু করতে পারেনি। অল্প কিছু সংখ্যক কৃষক নলকূপের মাধ্যমে ভূগর্ভের পানি তুলে চাষ শুরু করেছিলন। কিন্তু অধিকাংশ কৃষকই বৃষ্টির অপেক্ষায় ছিলেন। তারপর শ্রাবণের বৃষ্টিতে ফসলের মাঠে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক।