শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০০:০০

রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষিকণ্ঠ প্রতিবেদক ॥
রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশের স্বার্থে রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে, পশু বা সাপকে নয়। তিনি বলেন, ‘কোনো প্রাণী বা সাপ কখনো অযথা কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না।’

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সাংবাদিক শাইখ সিরাজ তাঁর প্রশ্নে বলেন, রাসেলস ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় জীব-জন্তুর গুরুত্ব অপরিসীম। দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শও দেন তিনি।

বর্তমানে রাসেলস ভাইপার সাপটি আশঙ্কাজনকভাবে দেশে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গল্প ভাইরাল হচ্ছে। এমনকি এই সাপটিকে মেরে ফেলার জন্যে পুরস্কারও ঘোষণা করেছিলেন কিছু জনপ্রতিনিধি। সূত্র : ইউএনবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়