রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বিনা প্রয়োজনে বৃক্ষ নিধনের শাস্তি

অনলাইন ডেস্ক
বিনা প্রয়োজনে বৃক্ষ নিধনের শাস্তি

ইসলামী জীবন ব্যবস্থায় গাছ রোপণকারী ব্যক্তির জন্যে যেমন সাওয়াবের বিধান রয়েছে, তেমনি বিনা প্রয়োজনে গাছ কাটার শাস্তিও রয়েছে। তাছাড়া গাছ আমাদের অক্সিজেন দেয় ও পরিবেশের ভারসাম্য রাখে। বিনা প্রয়োজনে গাছ কাটলে মহান আল্লাহ তায়ালা কী শাস্তি দিবেন। আজ তাই গাছ কাটার কুফলগুলো হাদিস শরীফের আলোকে তুলে ধরা হলো:--

গাছ কাটার কুফল :

১। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবে’ (আবু দাউদ শরীফ : হাদিস নং- ৫২৪১)

২। অপর এক হাদীস শরীফে ইরশাদ হয়েছে, مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللَّهُ رَأْسَهُ فِي النَّارِ

অর্থ : যে ব্যক্তি কোনো বড়ই গাছ কাটবে আল্লাহ তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন।

৩। আবু দাউদ (রহঃ)-কে উপরোল্লিখিত এ হাদীসের অর্থ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, এ হাদীসের বক্তব্যটি সংক্ষিপ্ত। এর দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি অকারণে বা না-হকভাবে মরুভূমির কোনো বড়ই গাছ কাটবে, যেখানে পথিক বা কোনো প্রাণী ছায়াগ্রহণ করে, আল্লাহ তায়ালা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। (সুনানে আবু দাউদ শরীফ : হাদীস নং- ৫২৩৯)

তবে কেউ কেউ বলেন, এ হাদীস হরম অঞ্চলের বড়ই গাছ কাটার সাথে সম্পৃক্ত। তো যাই হোক, অকারণে গাছকাটা যে নিজেদের ক্ষতি ও সওয়াব থেকে মাহরূমি উপরের আলোচনায় আশা করি তা স্পষ্ট হয়েছে। সুতরাং আমরা বেশি বেশি গাছ লাগাবো, অকারণে গাছ কাটব না। তবে কোনো গাছ এমন স্থানে অবস্থিত হয়, যার জন্যে মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে, ঘর-বাড়ির ক্ষতি হয় এবং মানুষের দরকারে কাটার প্রয়োজন হয়, তাহলে গাছ কাটতে কোনো নিষেধ নেই।

৪। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি এক ব্যক্তিকে দেখেছি, জান্নাতে সে ওই গাছের ছায়ায় চলাচল করছে, যা সে রাস্তার মোড় থেকে কেটেছিল, যা মানুষকে কষ্ট দিত। (মুসলিম শরীফ: হাদিস নং- ৫৮৩৭)

সুতরাং উপরোল্লিখিত হাদিস শরীফের ব্যাখ্যায় বোঝা যায় যে, ওই গাছ কাটা যাবে, যা মানুষের কষ্টের কারণ হয়। যেমন-মানুষের চলাফেরা, বাড়ি-ঘর নির্মাণ বা অসুবিধা সৃষ্টি হয়। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বিনা প্রয়োজনে গাছ কাটা হতে বিরত রাখুন, আমিন।

--ইসলামী তথ্য সংগ্রহ বিভাগ,

বাগদাদী ফাউন্ডেশন, কুমিল্লা-৩৫০০, বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়