শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রান্ত সমস্যা হলে জানানোর নির্দেশ
অনলাইন ডেস্ক

প্রায় দেড় বছর পর সারাদেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে করোনা সংক্রান্ত কোনো সমস্যা হলে তা জানাতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ নিয়ে একটি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যা হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, প্রতিদিন বিকেল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল-কলেজ মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে হবে। ৫ সেপ্টেম্বর করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার। তখন জানানো হয়, সংক্রমণের হার দ্রুত কমছে। আর টিকাদান কার্যক্রমে গতি থাকায় এ সিদ্ধান্ত। সূত্র : জাগো নিউজ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়