শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০০:০০

সাক্ষাৎকার : মেহনাজ মীম

সাফল্যের জন্যে ক্লাসে নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলা জরুরি

সাফল্যের জন্যে ক্লাসে নিয়মিত উপস্থিতি ও শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলা জরুরি
অনলাইন ডেস্ক

সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) ফলাফলে চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মেহনাজ মীম কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করেছে। তিনি অনার্স চতুর্থ বর্ষে জিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ পেয়েছেন। চার বছর শেষে তার মোট সিজিপিএ ৩.৮৪। তাঁর সঙ্গে কথা বলেছেন শিক্ষাঙ্গন প্রতিবেদক।

চাঁদপুর কণ্ঠ : কেমন আছেন?

মেহনাজ মীম : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : অভিনন্দন আপনাকে। এ বছর আপনি কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেছেন। ফলাফল পাওয়ার পর অনুভূতি কেমন ছিলো?

মেহনাজ মীম : আমি খুবই খুশি। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহর কাছে শোকরিয়া এবং আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

চাঁদপুর কণ্ঠ : আপনার বিভাগের শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতা কেমন পেয়েছেন?

মেহনাজ মীম : আমার বিভাগের সকল শিক্ষক যথেষ্ট আন্তরিক ছিলেন। আমাদের বিভাগীয় প্রধান আনিসুল ইসলাম স্যারের ছত্রছায়ায় আমাদের পথচলা। সকল শিক্ষকের সহজ-সাবলীল পাঠদান, যে কোনো সমস্যা সমাধানে দিকনির্দেশনা আমাদের ভালো ফলাফল অর্জনে সবচেয়ে বেশি সাহায্য করেছে।

চাঁদপুর কণ্ঠ : আপনার প্রিয় শিক্ষক কে? কেনো প্রিয়?

মেহনাজ মীম : আমার প্রিয় শিক্ষক আবুল কালাম আজাদ স্যার। স্যারের পাঠদান, ব্যক্তিত্ব, উপদেশ আমাকে অনুপ্রাণিত করেছে সবসময়।

চাঁদপুর কণ্ঠ : আপনার শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ সম্পর্কে জানতে চাই।

মেহনাজ মীম : আমাদের কলেজের পরিবেশ শিক্ষার্থীদের জন্যে অনুকূল। আমাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ স্যারের পৃষ্ঠপোষকতায় প্রতি বছরই অনেক শিক্ষার্থী ভালো ফলাফল লাভ করছে।

চাঁদপুর কণ্ঠ : ভালো ফলাফল পেতে অনুজ শিক্ষার্থীদের প্রতি কী পরামর্শ দিবেন?

মেহনাজ মীম : নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলা এবং বেশি বেশি চর্চা করাই সাফল্য এনে দিতে পারে। আশা করছি, গণিত বিভাগের সাফল্যের ধারা বজায় রাখবে আমাদের অনুজ শিক্ষার্থীরা।

চাঁদপুর কণ্ঠ : শিক্ষা জীবনের কোনো সুখস্মৃতি সম্পর্কে পাঠককে বলুন।

মেহনাজ মীম : সহপাঠীদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত এবং আমাদের বিভাগ থেকে আয়োজিত শিক্ষাসফর- এগুলোই আমার শিক্ষাজীবনের সুখস্মৃতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়