প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০
কিছু অস্তিত্ব নেই আজ, নেই আজ মান-অভিমান, সময় হলো অনেক, এবার তাহলে বিদায় নেওয়া যাক।
আজ থেকে পাঁচ বছর আগে এই চাঁদপুর সরকারি কলেজে সমাজকর্ম বিভাগ আঙ্গিনায় আমার পথচলা শুরু হয়েছিল। চোখের পলকে যেনো দীর্ঘ পাঁচটা বছর কেটে গেছে। ভাবতেই খারাপ লাগছে এই ক্যাম্পাসে প্রাক্তনদের খাতায় আমরাও নিজেদের নাম লেখাতে যাচ্ছি। আমরা সামনে এগিয়ে যাই সময়ের প্রয়োজনে। আর পিছনে ফেলে আসি কত সুখণ্ডদুঃখের স্মৃতি। সমাজকর্ম বিভাগে আমাদের কত শত স্মৃতি রয়েছে। আমরা ছিলাম একটা পরিবারের মতো।
প্রিয় শিক্ষকম-লী, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা আমাদের শিখিয়েছেন কীভাবে প্রকৃত মানুষ হওয়া যায়। আপনারা যতোটা না শাসন করেছেন আমাদের, তারচেয়েও বেশি স্নেহ আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। নিজের অজান্তে যদি কোন ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন।
সহপাঠী বন্ধুরা, সমাজকর্ম বিভাগের বেশিরভাগ সময়টা তোদের সাথে কেটেছে। কতই না আনন্দে পার করেছি সময়গুলো। সমাজকর্ম বিভাগে আমার পথচলার শুরুতে আমি কিছু বন্ধু পেয়েছি যারা আমার কাছে একটা পরিবার, যাকে আমি বলি ‘বন্ধুত্বের পরিবার’। যাদের ছাড়া চলা অসম্ভব লাগে। ভালো-খারাপ সবসময় তাদের সাহায্য-সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। আমি মন থেকে চাই আমার এই ‘বন্ধু পরিবার’টি আমার জীবনের শেষ পর্যন্ত থাকুক। আজকের বিদায় শেষ বিদায় নয়। আমরা আবার হয়তো মিলিত হবো অনেক অনেক গল্প নিয়ে। আমরা সমাজকর্ম পরিবারের সবাই যাতে সাফল্যের শিখরে পৌঁছাতে পারি, সেজন্যে সবাই দোয়া করবেন।
তাহসিন শাজিয়া জামাল : সমাজকর্ম বিভাগ, সেশন : ২০১৭-১৮, চাঁদপুর সরকারি কলেজ।