রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০

তিন দিনব্যাপী চিরঞ্জীব ’৭১ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের সফল সমাপ্তি
গোলাম মোস্তফা ॥

জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি দত্তের স্মরণে তাঁর পরিবারের সদস্যদের আন্তরিকতায় প্রতিষ্ঠিত মোহন বাঁশি স্মৃতি সংসদের আয়োজনে গত ১৭ জুলাই সমাপ্ত হলো তিন দিনব্যাপী চিরঞ্জীব '৭১ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব ২০২৩। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশির স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের সদস্যরা এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সংগঠনটির বয়স ১৪ বছর। কিন্তু ১৪ বছরের মধ্যে প্রদর্শনী করেছে ১২টি। যার ফলে এবারের প্রদর্শনীকে গৌরবের এক যুগপূর্তি হিসেবে উদযাপন করা হয়েছে।

গত ১৫ জুলাই বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ওইদিন বিকেলে সংগঠনের সকল সদস্য ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রশিক্ষণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন গিয়ে শেষ হয়।

চিরঞ্জীব '৭১ চিত্র প্রদর্শনীতে শিশু-কিশোর চারুকলা প্রদর্শনীই মূলত স্থান পায়। প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের প্রতিপাদ্য হচ্ছে ‘মুক্তিযুদ্ধের চেতনায় আসুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি’।

র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন। অতিথিগণ কর্তৃক সংগঠনের পতাকা ও বেলুন উড়ানোর পর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য শহীদ পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সকল অতিথিকে উৎসব কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এছাড়া ফুলেল শুভেচ্ছা ও উপহার হিসেবে ফ্রেমে বাঁধাইকৃত আঁকা ছবি প্রদান করা হয়। আলোচনা শেষে সকল অতিথি উৎসবের মূল আকর্ষণ সংগঠনের ছাত্র-ছাত্রীদের আঁকা ছবির গ্যালারি উদ্বোধন করেন এবং গ্যালারি পরিদর্শন করেন। এরপর শুরু হয় ২১৫ জন শিশু-কিশোরের সমন্বয়ে ছবি আঁকা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শেষে চাঁদপুর সদর উপজেলার ত্রিপুরা সম্প্রদায়ের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে চাঁদপুরের অন্যতম নৃত্য সংগঠন নৃত্যধারার পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়।

১৬ জুলাই রোববার বিকেল তিনটায় শুরু হয় উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম।

শুরুতেই সংগঠনের যে ৩৪ জন শিশু-কিশোরের চারুকলা সম্বলিত প্রদর্শনী করা হয়, সেই প্রদর্শনীর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি অজিত দত্তের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী। এরপর পূর্বের দিন অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সংগঠনের সাধারণ সম্পাদিকা মাহিয়া বিনতে মাহি সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পরে সংগঠনের পক্ষ থেকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

১৭ জুলাই সোমবার বিকেল তিনটায় শুরু হয় উৎসবের তৃতীয় দিন তথা সমাপনী দিনের কার্যক্রম। শুরুতেই ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁদপুরে সর্বপ্রথম প্রতিষ্ঠিত নৃত্য সংগঠন ‘সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ে'র শিল্পীরা পরিবেশন করে মনোজ্ঞ নৃত্য। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী পরেশ মালাকারের সভাপতিত্বে এবং সংগঠনের ছাত্রী তাবিতা ইসলাম তায়িবার উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অজিত দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ সকল অতিথিকে উৎসব কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং ফ্রেমে বাঁধাইকৃত আঁকা ছবি উপহার হিসেবে প্রদান করা হয়। আলোচনা পর্ব শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী সকল প্রতিযোগী ও অভিভাবকদের মাঝে পুরস্কার, চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ এবং সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণকারী সংগঠনের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সবশেষে বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর জেলা শাখার শিশু শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় তিনদিনব্যাপী চিরঞ্জীব '৭১ চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে চাঁদপুর জেলার মধ্যে কোনো বীর মুক্তিযোদ্ধার নামে প্রতিষ্ঠিত মোহন বাঁশি স্মৃতি সংসদ এমন একটি সংগঠন, যেটি আগামী প্রজন্মকে শৈল্পিক সমৃদ্ধিতে গড়ে তুলতে দীর্ঘ ১৪ বছর যাবৎ নিরলস কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়