বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক ॥

চাঁদপুরের শিল্প-সংস্কৃতির ইতিহাস-ঐতিহ্য রয়েছে পূর্ব থেকে। ফলে বরাবরই এই শহরকে বলা হয় সংস্কৃতির শহর। আবার এই চাঁদপুরকে বলা হয় সম্প্রীতির শহর। অর্থাৎ এই শহরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি বহমান রয়েছে দীর্ঘদিন যাবৎ। এক কথায়, শান্তি ও সম্প্রীতির এই চাঁদপুর শহর যে সত্যিকারের সম্প্রীতি নিয়ে চলমান, সেটি অস্বীকার করার জো নেই। আর এই সম্প্রীতির শহরে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সম্প্রীতির বন্ধন নামে ৭ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আয়োজনে রয়েছে চাঁদপুরের অন্যতম নাট্য ও সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি নাট্যসংগঠন।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. আর. ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক শেখ আল মামুন বলেন, সপ্তাহব্যাপী ‘সম্প্রীতির বন্ধন’ নামক আমাদের এই অনুষ্ঠান আয়োজনে ইতোমধ্যে উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, যথাসময়ে আমরা এ উৎসব শুরু করে সমাপ্ত করতে পারবো। এজন্যে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

সংগঠনটির উভয় কর্ণধার বলেন, আমাদের এই উৎসবের গ্রন্থনায় রয়েছেন চাঁদপুরের তরুণ লেখক, নাট্যকার ও নাট্যনির্দেশক জসিম মেহেদী।

অনুষ্ঠানসূচি : সম্প্রীতির বন্ধন-২০২৩ : উদ্বোধন ১৩ ফেব্রুয়ারি সোমবার। ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টায় বিশ্ববঙ্গ সাহিত্য ও সম্মিলন কেন্দ্র চাঁদপুর জেলা শাখা ও কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠান। সাড়ে ৫টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা। বিষয় : স্মার্ট বাংলাদেশ। সন্ধ্যা সাড়ে ৬টায় সম্মাননা ও আলোচনা পর্ব। আলোচ্য বিষয় : মানবতার বন্ধন হোক সুদৃঢ়। সন্ধ্যা সাড়ে ৭টায় নৃত্যাঙ্গন চাঁদপুরের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। রাত ৮টায় স্বরলিপি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চ নাটক।

১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় প্রতিযোগিতা। সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জাগরণ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় সুরধ্বনি সংগীত একাডেমির পরিবেশনায় সংগীতানুষ্ঠান। সাড়ে ৬টায় সম্মাননা ও আলোচনা পর্ব। আলোচ্য বিষয় : সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই সবাই। রাত ৮টায় অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চনাটক।

১৫ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রতিভা সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অনুষ্ঠান। সাড়ে ৬টায় সম্মাননা ও আলোচনা পর্ব। আলোচ্য বিষয় : সম্প্রীতি বজায় রেখে গড়ে তুলি আগামীর বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় নৃত্যধারার পরিবেশনায় নৃত্যানুষ্ঠান। রাত ৮টায় অনুপম নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চনাটক।

১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সারদাদেবী সংগীত একাডেমি, হাজীগঞ্জের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। সাড়ে ৬টায় সম্মাননা ও আলোচনা পর্ব। আলোচ্য বিষয় : সকলের হৃদয়ে বাজুক মানবতার সুর। রাত ৮টায় বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চনাটক।

১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ৩টায় প্রতিযোগিতা। বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টায় উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বন্ধন’।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়