প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
কাটিয়ে সব দুর্বলতা উঠবো আবার জেগে,
পেছনে লোকে বলবে কথা আমায় দেখে দেখে।
হাসবো আমি দেখবো তখন কেমন জ্বলবে সবে!
সবাইকে সেদিন দেখিয়ে দিবো কেমন খেলে রবে।
শক্তি হবে সাহস হবে, গুছবে সকল ব্যথা।
লোকের মুখে থাকবে সেদিন শুধুই আমার কথা।
অন্ধকার এই জীবন থেকে মুক্তি নিবো যেদিন,
সেদিন থেকেই হবে শুরু আলোর পথের মিছিল।
লোকমুখে শোনা কথা বাজবে না আর কানে,
রুপে-গুণের গান না গেয়ে যোগ্যতার টানে।
হাল ধরেছি এবার তবে ভুলে ব্যর্থতা,
যোগ্যতা দিয়ে আনবো এবার সকল সফলতা।