প্রকাশ : ২৬ নভেম্বর ২০২১, ০০:০০
জীবনে হারিয়ে যাওয়া তুমি
বছরখানিক খুঁজে পাওয়া সেই তুমি।
নিশি রাতে চাঁদের পাশে কালো মেঘ-
আমার পাশে তুমি এক পলকে
প্রেমের স্বপ্ন বুনা।
অল্প ভুলে তোমাকে হারিয়ে
স্বপ্নগুলো অচিরেই নিঃস্ব আমি-
ফিরাতে পারিনি তোমায়।
শীতের সাথে যেমন লেপের সম্পর্ক,
তোমার সাথে কম ছিলো না-
তবুও হারিয়ে গিয়েছ নিজের স্বার্থে।
গভীর রাতে চাঁদের খুঁজে
হারিয়ে ফেলেছি তোমাকে,
জানি পাবো না তবুও খুঁজি
হতাশার সুর মনে বাজে ক্ষণে ক্ষণে।
বোকা
তুমি আমাকে দুঃখ দিয়েছো আর আমি বোকার দুঃখ পেয়েছি-
জিজ্ঞেস করিনি কখনো দুঃখ দিয়ে তোমার কি লাভ।
ভেবেছি ভালো লাগে বলেই দিয়েছো ব্যথা মনে।
জীবন যেখানে যেমন থমকে দাঁড়ায়
আমিও হয় তো থেমে রয়েছি কেবলই।
তুমি অবহেলা করেছো আমাকে, আর আমি করেছি সময়কে।
কেমন বোকা আমি নিজের ভালোটাও না বুঝার ভান।
অন্যের জন্যে হয়েছি বেসামাল-করেছি শুধু অযথাই ফালাফাল।
কথা বলতে চাওনি আর আমি তা বুঝতে পারিনি,
অভিনয় করেছ তুমি আর আমি বোকার মতো তাকিয়ে দেখেছি।
হারাবার শেষ কোথায়?
হারাবার শেষ কোথায়?
যখন হারায় একে একে সব হারায়
হারানোর যে শেষ গন্তব্য কোথায়
হয়তো কারো নেই জানা।
প্রিয় মানুষ, ভালোবাসা, বিশ্বাস
হারানোই যে সীমাহীন।
মনের টান কমে গেলে
হারায় না শুধু মানুষ
হারায় তো মুখের হাসি, মুখ, শান্তি-
হারাবার শেষ কোথায়?
দুঃসময় হলে আত্মীয়-বন্ধু-বান্ধব-
সবই হারায়।