প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
আমি নই দুর্বার
আমি হয়ে গেছি চুরমার
যদি হতাম উচ্ছৃঙ্খল
তবে বাস করতাম জঙ্গল।
অভিশপ্ত জীবনে হয়ে গেছি নরপিশাচ।
জীবন বদলাতে হবে।
আমি হবো শৃঙ্খল
হবো মানুষ
হবো সুখের ফেরিওয়ালা
দুঃখের বিনিময়ে সুখ বেচবো।
ফুটপাতে পড়ে থাকা সত্ত্বেও
যারা সুন্দর হাসি দেয়
তাদের কাছে আমি সুখ বিলিয়ে দেবো,
বিনিময় ছাড়াই।
যেমন বিনিময় ছাড়া মা জন্ম দিয়েছে।