সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

উদীয়মান খুদে নৃত্যশিল্পী কথা রাণী দাস

বাঁধভাঙ্গা উল্লাস আর সাফল্যের ধুমকেতুতে এগিয়ে চলা এক উদীয়মান খুদে নৃত্যশিল্পীর নাম কথা রাণী দাস। বন্ধুত্ব-আত্মবিশ্বাস-ভালোবাসা এই তিনটি শব্দের মধ্য দিয়েই এগিয়ে চলছে আমাদের প্রাণপ্রিয় সংগঠন ও ফরিদগঞ্জের একমাত্র নৃত্যবিষয়ক সংগঠন ‘নৃত্যবিদ্যা’। নৃত্যবিদ্যার পথচলা শুরু হয়েছিলো ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস ২০১৫ সালে ফরিদগঞ্জের কয়েকজন তরুণ নৃত্যশিল্পীর স্বপ্ন আর ভালোবাসাকে ঘিরে। বর্তমানে সংগঠনটিতে শুধু নৃত্যশিল্পীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, রয়েছে সংগীত, লেখক, কৌতুক অভিনেতা-অভিনেত্রী ও চিত্রশিল্পীও! ‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ সেই লক্ষ্যেই ‘শিল্পের সন্ধানে, প্রতিদিন প্রতিক্ষণে’ ছুটে চলছে সংগঠনটির একজাঁক তরুণ শিল্পী। প্রতি বছর সংগঠনটি থেকে বের হচ্ছে সেরা ও শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। ‘নৃত্যবিদ্যা’ শিশু-কিশোরদের মাঝে যে সুপ্ত প্রতিভা লুকায়িত রয়েছে সেই প্রতিভাকে আলোর মুখ দেখাতেই এই সংগঠনটির পথচলা। কেননা এই শিশু-কিশোররাই একদিন হবে উদয় শংঙ্কর, শর্মিলা বন্দোপাধ্যায়, শামীম আরা নিপা, শিবলী মোহাম্মদ ও পূজা সেন গুপ্তের মতো অনেক বড় মাপের নৃত্যশিল্পী। আর তাদের প্রতিভার আলোয়ে আলোকিত হবে আমাদের এই সুন্দর পৃথিবী। প্রতিবেদনটি লেখার মধ্যেই বলেছিলাম, সংগঠনটিতে রয়েছে একঝাঁক তরুণ নৃত্যশিল্পী। আর তাদেরই একজন ফরিদগঞ্জ সাংস্কৃতিক অঙ্গনের ও বাঁধভাঙ্গা উল্লাস আর সাফল্যের ধুমকেতুতে এগিয়ে চলা উদীয়মান খুদে নৃত্যশিল্পী নাম কথা রাণী দাস।

কথা রাণী দাস ‘নৃত্যবিদ্যা’র যে কজন নৃত্যশিল্পী রয়েছে, তাদের মধ্যে সেরা। তার জন্ম ২৭ আগস্ট ২০০৮ সালে ফরিদগঞ্জ উপজেলা সদরে কাছিয়াড়া গ্রামে। বাবা শ্রীকৃষ্ণ চন্দ্র দাস একজন ব্যবসায়ী। মা পুনম রাণী দাস গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে নৃত্যশিল্পী কথা রাণী দাস হচ্ছে বড়। কথা রাণী দাসের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় ফরিদগঞ্জ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দিয়েই। বর্তমানে সে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষক আর কাছের বন্ধুদের ভালোবাসায় শুরু হয় তার নতুন জীবন আর নৃত্যাঙ্গনের প্রতি পথচলা। পড়ালেখার পাশাপাশি কথা রাণী দাস নৃত্যচর্চায়ও অর্জন করেছে বেশ কয়েকটি পুরস্কার ও মানুষের ভালোবাসা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবসগুলোতেও অংশগ্রহণ করে কেড়ে নিয়েছে মানুষের মন। কথা রাণী দাস ছোটবেলায় থেকেই নাচের প্রতি ছিলো ভীষণ আগ্রহী। আর সেই সাহসিক প্রতিভাকে উজ্জ্বলভাবে প্রকাশিত করতে বাবা মায়ের অনুপ্রেরণায় ভর্তি হন ফরিদগঞ্জের একমাত্র নৃত্য বিষয়ক সংগঠন ‘নৃত্যবিদ্যা’য়। সেখান থেকেই নৃত্যবিদ্যা’র প্রশিক্ষক ও পরিচালক লিখন সরকার নৃত্যবিদ্যা এর হাত ধরেই শুরু হয় কথা রাণী দাসের নৃত্য জগতে পথচলা। বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত মৌসুম সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করে অর্জন করে স্মৃতিতে ধরে রাখার মতো জীবনের প্রথম পুরস্কার। এছাড়াও ‘নৃত্যবিদ্যা’ শাস্ত্রীয় নৃত্য উৎসব- ২০১৯ এ নৃত্যবিদ্যা’র সেরা নৃত্যশিল্পী পুরস্কার, শারদ সেরা নৃত্যশিল্পী পুরস্কার-১৯, রামগঞ্জ বিদ্যাং দেহী পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করে সে। লেখালেখির প্রতিও রয়েছে তার ভীষণ আন্তরিকতা। বড় হয়ে কি হতে চায়? এমন প্রশ্নে সে জানায়- পড়ালেখার পাশাপাশা ভালো মানের একজন নৃত্যশিল্পী হওয়া তার প্রথম স্বপ্ন। তাই স্বপ্নকে বাস্তবতার সাথে আলোর পথে আলোকিত করতে সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ প্রার্থী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়