শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

এ দেশ আমার
অনলাইন ডেস্ক

এ দেশে জন্ম আমার

এ দেশ নিয়েই ভাবি

এ দেশ আমার জন্মভূমি

তাইতো অনেক দামী।

মাঠে মাঠে সোনালি ফসল

কৃষকের মুখে হাসি

তাইতো আমার স্বাধীন দেশকে-

অনেক ভালোবাসি।

বনের মাঝে মগডালে

হাজার রঙের পাখি

স্বাধীন দেশের চিত্ররূপে-

মুগ্ধ আমার আঁখি।

সকাল হলে রক্তজবা

পূর্ব দেশে উঠে

কিচিরমিচির পাখির শব্দে-

ঘুমপরীরা ছোটে।

রক্তজবার রক্তিম আলো

দূর্বাঘাসে পড়ে

সকালেরই শিশিরটুকু

মুক্তা হয়ে জ্বলে।

তরুণ-তরুণীরা দলবেঁধে

পাঠশালায় যায়

সবাই তাদের মনের সুখে-

জয় বাংলা গান গায়।

সে তো আমার বাংলাদেশ

সবুজে ঘিরে আছে

স্বাধীন দেশের স্বাধীন মানুষ

স্বাধীনভাবে বাঁচে।

এ দেশ চির উন্নত,

চিরকাল রবে তার

উচু করে শির

দেশেরই বুকে তাজা রক্ত

ঢেলে দিলো কত বীর?

পৃথিবীর বুকে অপরুপ এ দেশ

নৈসর্গিক এক স্থান

ত্রিশ লাখ বীর অকাতরে

করলো জীবন দান।

এ দেশ আমার মায়ের মতো

ছায়া দিয়ে মায়া দিয়ে-

বাঁচায় আমাদের প্রাণ।

কত বছর পেরিয়েও আমি

গাহি দেশের গান

এ দেশ আমাদের চির উন্নত

প্রভুর সেরা দান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়