প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আমার খুব ইচ্ছে করে অভিযাত্রী হতে,
তিন গোয়েন্দার মতো জলদস্যুর দ্বীপে যেতে,
খুব ইচ্ছে করে টারজান হয়ে যাই,
মাসুদ রানার মতো গোপন মিশনে বিদেশ বেড়াই,
এলসা হয়ে বরফের দেশে হারাই।
কিংবা মরুভূমির ডাকে সাড়া দিয়ে ছুটে যাই বাতসোয়ানায়,
ভিনগ্রহে গিয়ে ঘুরে বেড়াই জানা-অজানায়।
নিমিষে উধাও হয়ে যাই টেলিপোর্টেশনে,
চলে যাই কাল হতে কালান্তরে ভর করে টাইমমেশিনে।
শার্লক হোমসের কাছে চলে যাই
২২১ বি বেকার স্ট্রিট
খুলে দিতে চাই রহস্যের সব গিঁট।
হতে চাই দস্যু বনহুর
এত এত অন্যায়-অত্যাচার করে দিতে দূর,
হতে ইচ্ছে করে হারমায়োনি নয় তো হ্যারি পটার।
টম কিংবা অগির মতো বোকা হতেও আপত্তি নেই,
বোকারাও কিন্তু থাকে আনন্দেই
সেটা বুঝে, যে বোকা সে-ই।
ইচ্ছেগুলো চলেছে হাতছানি দিয়ে
বলে, চল যাই হারিয়ে, পৃথিবী ছাড়িয়ে, আকাশ পেড়িয়ে
দূরে, অনেক দূরে, বহুদূরে।