শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

তানজিনা আক্তার (আরওয়া)-এর ছড়া

অনলাইন ডেস্ক
তানজিনা আক্তার (আরওয়া)-এর ছড়া

প্রতিজ্ঞা

অসৎ পথে চলবনা,

সত্যের পথে চলব।

পাঠশালাতে গিয়ে মোরা,

জ্ঞান অর্জন করবো।

দেশ গড়ার শপথ

আমার ইচ্ছে আছে

আমি হবো অনেক বড়!

শিক্ষা অর্জন করে দেশ গড়িব।

খোকার জোৎস্না দেখা

দূর আকাশে চাঁদ উঠেছে

দেখো খোকা চেয়ে,

জোৎস্ন্যা রাতে ঝিঁঝি ডাকে

পুকুর পাড়েতে।

পেত্নী

পেত্নীর হাসে বাগানে!

থাকি আমি এক কুড়ে ঘরে।

শাঁকচুন্নি ভূত সেজে

আবার ভয় দেখায় আমাকে।

সহিষ্ণুতা

সমালোচনার মাঝে রেখোনা শিশুকে

নিন্দা করতে শিখবে!

ধৈর্যের মাঝে শিশু বেড়ে উঠলে

সহিষ্ণুতা শেখবে।

আল্লাহকে পেতে হলে

সবাই দ্বীনের পথে আসো,

ইহকালের শান্তির চেয়ে পরকালকে ধরো।

অলসতা বড় শত্রু মনে যার বাসা বাঁধে,

সুন্দর জীবন

নষ্ট হবে ভুল যে নাই তাতে।

ধর্মশিক্ষা

ধর্মশিক্ষায় হব বড়

মাগো যেমন তুমি চাও,

ব্যবহার দেখে বুঝে যেন

আমার বংশ পরিচয়

প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নিও। নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। ছোট্ট বন্ধুরা, বাড়িতে বসে অবসর সময়ে ইচ্ছেমতো ছবি আঁকো, গল্পের বই পড়ো। আর লিখো নানান কিছু।

তোমাদের মজার সব ঘটনা লিখে পাঠাও শিশুকণ্ঠের দপ্তরে। তোমাদের লেখা থেকে বাছাইকৃত লেখা শিশুকণ্ঠে প্রকাশিত হবে। শুধু গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ নয়, বিজ্ঞান বিচিত্রা, ঐতিহাসিক নিদর্শন, নিজ বিদ্যালয়, নিজ গ্রাম, দেশ-বিদেশে ভ্রমণকাহিনি, গোয়েন্দা কাহিনি, আঁকা ছবিসহ নানা ধরনের লিখা প্রত্যাশা করছি।

সমসাময়িক বিষয়ের ওপর লিখতে চেষ্টা করবে সবসময়।

সবাই ভালো ও সুস্থ সুন্দর থেকো।

-সোহাঈদ খান জিয়া : বিভাগীয় সম্পাদক, শিশুকণ্ঠ বিভাগ। মোবাইল : ০১৮৬৭৮৮৬৫৯৯ ও ০১৭২৭৯৪১১৮৬

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়