বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মুক্তির স্বাদ

নীলিমা আক্তার
মুক্তির স্বাদ

সবুজে ঘেরা লাল বৃত্ত মায়ের চোখে দেখা,

নীল আকাশে উড়ে বেড়ায় স্বাধীনতার রেখা।

ঘুম পাড়াতে মায়ের কথা স্বপ্ন নিয়ে আসে,

রাত্রি শেষে ঘুম ভাঙলে দেখি আম্মা হাসে।

স্বাধীনতার ফুল বুঝাতে মা সারারাত জাগে,

কিভাবে আজ সুখ পেলাম দুঃখ মায়ের ভাগে।

কষ্টে ভরা মায়ের মন জানতে পারিনি,

নিশির তটে চোখের জল বুঝতে চাইনি!

সকাল হলে মায়ের পাশে বাবার ছবি দেখি,

বাবা আমার হারিয়ে গেছে পানিতে ভাসে আঁখি।

স্বাধীনতার পুষ্প ফুটে পিতার ঘরে আলো,

বাবার বুকে বুলেট ঢুকে দূর হয়েছে কালো।

সেই মুক্তি রাতে সুপ্তি স্বাধীনতার ছায়া,

স্বাধীনতার গন্ধ পেয়ে মায়ের চোখে মায়া।

ভালোবাসার কষ্ট ভুলে মুক্তিকে মা বলে,

তুমি আমার প্রেম পিরিতি স্বামী নাইবা হলে!

স্ত্রীর পাওনা স্বামীর মায়া ভাগ্য বলে কথা,

স্বাধীনতার তৃপ্তি পেয়ে আমার মাতা তথা।

যখন আমি বুঝতে শিখি স্বাধীনতার ঘ্রাণ,

স্বাধীনতার ঘ্রাণ নিয়েছি গগনে মা'র প্রাণ!

মা'গো তোমায় মনে পড়ছে মুক্তির স্বাদ পাই,

স্বাধীনতার আলোয় ভাসি কিন্তু তুমি নাই!

বাবার সাথে মিলন হলে আমার কথা বলো,

স্বাধীনতার আভা দেখেছি আমায় নিয়ে চলো।

চেষ্টা করে তন্দ্রা আনি ভেসে আসছে ছবি,

স্বাধীনতার ফুল বাগানে তুমি বাবার রবি।

রবি আমার পিতার বিভা ভুলা যায় না আজ,

চতুর্দিকে দেখতে পাই স্বাধীনতার সাজ।

স্বাধীনতার মুকুট পড়ে উচ্চস্বরে বলি,

এখনো আমি দেখতে পাই স্বাধীনতার কলি!

সেই কলিকে বাঁচাতে হলে একতা হবে পণ,

ঝগড়া ছেড়ে শান্তি এনে গড়তে হবে মন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়