বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

আমার বাংলাদেশ

আকিব নজরুল তোহা
আমার বাংলাদেশ

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ

উর্বর মাটিতে আল্লার বরকতে

চাল-আটা ফসল ফলে

হাওর, বাওর, বঙ্গোপসাগর, ঝিলে,

জেলার প্রতি মিলিমিটার মাটিতে

যা সব কিছু আছে

বাংলাদেশির জাতীয় সম্পত্তি হবে।

ফরটিন এপ্রিলকে পহেলা বৈশাখ যেখানে বলে,

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।

পাহারা দিবো অস্ত্র নিয়ে,

ভিনদেশি দেখলেই ধরায়ে দিবো সরকারে

ভিনদেশিকে ঠাই দিবো না আমার বাংলাদেশে

কারন ভিনদেশিরা বাংলাদেশির উপর হামলা করে

কারণ ভিনদেশিরা বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু কোটি বাংলাদেশি পাহারা যদি দেয় অস্ত্র নিয়ে

হামলার জবাব প্রতিরোধ ও হামলা বুঝাব

জাগো হে বাংলাদেশি কারন

জেলার প্রতি মিলিমিটার মাটি

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।

বাংলাদেশের প্রতি মিলিমিটার মাটি

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।

তরবারি-ঘোড়া-ধনুকতীর-বর্শা

রাখো প্রত্যেক ঘরে ঘরে

প্রত্যেক বাংলাদেশি যেন এগুলার ব্যবহার শিখে।

বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বানাও বন্দুক-সরঞ্জাম।

ভিনদেশিরা হামলা করতে যদি ঢুকে বাংলাদেশে

দিবো ভিনদেশিকে এমন ঘাই তরবারি দিয়ে

অনুশোচনা করতে বাধ্য করব ভিনদেশিকে

চালাবো আমাদের অস্ত্র হাতিয়ার

কারন এটা স্বাধীন বাংলাদেশ

রক্ষা করবো বাংলাদেশের স্বাধীনতা

বাংলাদেশের প্রতি মিলিমিটার মাটি

আমার বাংলাদেশ, বাংলাদেশির বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়