প্রকাশ : ৩১ মে ২০২৪, ০০:০০
মোঃ মিজানুর রহমান স্বপন-এর দুটি কবিতা
কবি নজরুল
হে বিদ্রোহী বীর নজরুল!
হয়েছো তুমি আগুনের মতো উজ্জ্বল,
দিয়েছো তুমি লেটোর দলে সাড়া,
ছোট্ট কালে হয়েছো তুমি পিতা-মাতাহারা।
লিখেছো তুমি অসংখ্য গল্প, কবিতা, গান
হয়েছো তুমি অপূর্ব গানের রচয়িতা,
ইংরেজরা তোমায় করেছে বন্দি
বন্দি করে তোমার হাতে পরিয়েছে শিকল।
তোমার হাতে শিকল পরিয়ে করেছে নির্যাতন
নির্যাতন সহ্য করে তুমি করেছো সংগ্রাম
সংগ্রাম করে মুক্ত করেছো হাতের শিকল।
৭ মার্চের ভাষণ
১৯৭১ সালের ৭ মার্চ
রেসর্কোস মাঠে
১০ লক্ষ জনতার সামনে
শেখ মুজিবের বজ্র কণ্ঠের
ভাষণ শুনে
বাড়ির কাউকে না বলে
মুক্তিযুদ্ধে গিয়ে ছিল ভাইয়া
সেই যে গেল ভাইয়া আমার
আর ফিরে আসেনি বাড়ি
বল দেখি বোন শেলী মুক্তিযুদ্ধে
শহীদ ভাইয়ার কথা
কেমন করে ভুলি।