প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
বাবা

বাবা হলেন এ পৃথিবীর
সবচে' বড় বোকা
বাজার থেকে টাকায় কেনে
আমণ্ডবেগুনে পোকা।
বাবা হলেন এ সংসারে
মানুষরূপী গাধা
পরিবারের সবার দায়ে
তাঁর দুটো পা বাঁধা।
বাবা হলেন দিনের শেষে
পরিবারের বোঝা
বুড়ো হলেই বারান্দাতে
একটু মাথা গোঁজা।
বাবা হলেন কর্ম শেষে
অদরকারি লোক
পুত্র-জায়া কন্যা-বধূ
সবাই রাঙে চোখ।
বাবা হলেন অবসরের
দিনগুলোতে একা
কী করেছেন এতো বছর
প্রশ্ন থাকে লেখা।
মরণ হলে পিতায় স্মরে
লোক দেখানো বহর
গরু-ছাগল জবাই করে
দেখায় পুরো শহর।
বাবা দিবস ফেসবুকে না
বাবা থাকুক মনে
বাবার কথা জানতে হবে
নিত্য ক্ষণে ক্ষণে।
বাবা হলেন এ পৃথিবীর
অনাদরের হিরো
সবার খাতা প্রাপ্তিভরা
বাবার খাতা জিরো।
বাবা হলেন বুকের ভেতর
অক্সিজেনী বায়ু
লাগলে স্নেহে হুমায়ূনের
মত দানেন আয়ু।
বাবার কথা লিখতে হবে
বাবা হলেন সেরা
বাবা সবার জীবনজুড়ে
নিরাপত্তা-বেড়া।