প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
শাহাদাত হোসেন বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়। শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো :
শিশুকণ্ঠ : কেমন আছো?
শাহাদাত : আলহামদুলিল্লাহ, ভালো আছি।
শিশুকণ্ঠ : কোন ক্লাসে পড়ো?
শাহাদাত : রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ি।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।
শাহাদাত : ফখরুদ্দিন এমএসসি স্যার আমার প্রিয় শিক্ষক। স্যার ক্লাসে ভালো করে পাঠদান বুঝিয়ে থাকেন।
শিশুকণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?
শাহাদাত : সাকিব ও সারোয়ার।
শিশুকণ্ঠ : তাদের সম্পর্কে কিছু বলো।
শাহাদাত : তারা দু’জন খুব মিশুক। বড়দেরকে সালাম দিয়ে কথা বলে থাকে। আমাকে শ্রেণি কক্ষে সাহায্য করে।
শিশুকণ্ঠ : কী কী খেলাধুলা করো?
শাহাদাত : ফুটবল খেলে থাকি ও ফুটবল খেলা বেশি পছন্দ করি।
শিশুকণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?
শাহাদাত : অবসর সময়ে মায়ের কাছে হাদিস শুনি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আর টিভিতে কার্টুন দেখি।
শিশুকণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?
শাহাদাত : আমি বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চাই।
শিশুকণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?
শাহাদাত : গল্প ও কবিতা পড়তে আমার ভালো লাগে।
শিশুকণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?
শাহাদাত : স্কুল ছুটিতে আমি নানুর বাড়িতে বেড়াতে যাই।
শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরপাতা চৌধুরী পোল। তার বাবা ইসমাইল চৌধুরী চাকুরিজীবী। মাতা ঝর্ণা আক্তার একজন গৃহিণী।