শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০

শিক্ষা নিই প্রকৃতি থেকে
অনলাইন ডেস্ক

আমায় যখন কেউ জিজ্ঞেস করে,

‘উদাস মনে আকাশ পানে

কেনো তুমি তাকিয়ে আনমনে?’

‘হে শুভাকাক্সক্ষী, হে প্রিয়জন,

আকাশের মতোই প্রশস্ত হোক আমার মন।’

‘কেনো তুমি তাকিয়ে রাতের নক্ষত্রের দিকে?’

ফিক করে হাসি দিয়েই বলি,

‘আমিও আলোকিত করতে চাই,

এই অন্ধকার নিজেকে।’

‘এভাবে কেনো তুমি তাকিয়ে

উদার জমিনের দিকে?’

উত্তরে আমি,

‘শত দুঃখ থাকুক হৃদয়ে,

ধরবো ধৈর্য্য, থাকবো হাসিমুখে।’

‘রুখে দাঁড়াবো যে কোনো বিপদে।’

‘এতো ঝোক কেনো বৃক্ষের দিকে?

সময় পেলে কেনো ছুটো বনের ধারে?’

‘আমিতো শিক্ষা নেই তা থেকে

সদা নিবেদিত স্বার্থহীন পরোপকারে।’

‘কেনো তুমি তাকিয়ে নদীর ঢেউগুলোর দিকে?’

‘ঢেউয়ের মতো যেনো পারি-

গর্জন দিতে,

অন্যায় অবিচারের বিপরীতে।’

আমি আরো তাকিয়ে থাকি পাখির দিকে,

সে-ও ব্যস্ত খাদ্যের খোঁজে,

নীড় বাঁধার কাজে।

সে যেনো আমায় বলে,

‘মন দাও নিজ কাজে

সঠিক সময়ের মাঝে।’

প্রকৃতির প্রতিটি বস্তুই

শিক্ষা দেয় সকাল-সাঁঝে,

টিকে থাকতে পৃথিবীতে,

শিক্ষা নাও প্রকৃতি থেকে।

তাইতো আমি আবারো তাকাই

খুঁটিহীন প্রশস্ত-

সেই আকাশের দিকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়