শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০

নীলাতা
অনলাইন ডেস্ক

আমি হিজল হই,

ঝরে গিয়ে,

পানির সৌন্দর্য বাড়াই।

আমি মোম হই,

গলে গিয়ে,

আলো ছড়াই।

আমি পথ হই,

পথিককে সঙ্গ দিই।

আমি সূর্য হই,

চাঁদকে আলো দিই।

আমি লেখক হই,

তাদের শিল্পরূপ

পুঁজি করে দিই।

তবুও আড়ালেই,

থেকে যাই!

আমি নীলকলমি হই,

পানি পেলেই তাজা হই।

আমি হাসনাহেনা হই,

সন্ধ্যা হলেই,

সৌরভ ছড়াই।

আমি মাধবীলতা হই,

আমার মধ্যে মানবতার বই।

আমি অনন্তলতা হই,

এজন্যেই স্বার্থপর নই।

আমি ছোট্ট আরাবিয়ান জেসমিন হই,

মন মাতানো,

ভালোবাসা দিই।

আমি নীলাতা হই,

ভুল করলেই,

ঝুঁকে যাই।

আমি শিমুল হই,

তাদের তুলো দিই।

আমি শাপলা হই,

মাছেদের খাদ্য হই।

আমি বটবৃক্ষ হই,

নতুন কবিদের,

ছায়া দিই।

আমি কত কিছু যে হই,

তার ইয়াত্তা নেই।

তবুও দিনশেষে আমি,

শীতের মরা পাতা হই!

অতঃপর,

ধূলোয় গড়াগড়ি খাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়