প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
আমি যদি কাব্য হতাম
মোঃ আরমান হোসাইন খান
আমি যদি কাব্য হতাম
তুমি হতে পাঠক
আমার রসে ভিন্ন হতো
তোমার মনের ফটক।
আমার দুঃখে-দুঃখী হতো
তোমার মনের দুয়ার
সুখের দোলায় হতে সুখী আসতো প্রাণে জোয়ার।
করুণ রসে বিষন্ন মন
যখন হতো কাতর,
হঠাৎ তখন হাস্যরসে
নামতো বুকের পাথর।
আমায় তুমি জায়গা দিতে
তোমার হৃদয় কোণে,
সুযোগ পেলেই পাঠক হতে নিত্য ক্ষণে-ক্ষণে।
কখনো বা হতাম আমি
উপদেশের বাণী,
কখনো বা করতে আমায় প্রেম নিবেদন জানি।
অন্তরে কেউ স্থান না পেয়ে
আসলে ব্যথা-গ্লানি,
আমায় সেথায় জায়গা দিতে
সেটাও আমি জানি।