প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০
নানী-নাতনির জুটি
মোখলেছুর রহমান ভূঁইয়া
নানী-নাতনি টক টক
করে তারা পট পট
শীতের সকালে
গরম কাপড় জড়িয়ে
কুয়াশা মাড়িয়ে
পিঠা খায় গাপুসগুপুস
উপোষ কারীরা পুসপুস
নানীর চুলে বেনী বাঁধে
পায়ে পায়ে শিশিরের আলতা
নাতনি হাসে আর নাচে
কপালে দেয় জলফোটা
শীতের বুড়ির সাথে খেলা করে
সাজ সকালের রোদের কোলে
নানী-নাতনির জুটি
শীতে ভাজা গরম মুড়ি
নানী-নাতনি টক টক
কথা কয় পট পট।