শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

উম্মে হানি বড় হয়ে ডাক্তার হতে চায়

অনলাইন ডেস্ক
উম্মে হানি বড় হয়ে ডাক্তার হতে চায়

উম্মে হানি চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা বাজার দাওয়াতী সুন্নাহ মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী। সে বড় হয় একজন ডাক্তার হতে চায়। শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো।

শিশুকণ্ঠ : কেমন আছো?

উম্মে হানি : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

শিশুকণ্ঠ : কোন্ ক্লাসে পড়ো?

উম্মে হানি : মাদ্রাসাই দাওয়াতী সুন্নাহ প্রথম শ্রেণিতে পড়ি।

শিশুকণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

উম্মে হানি : আমার প্রিয় শিক্ষক কাইউম খান। যার কাছে আমার পড়ালেখার হাতেখড়ি হয়েছিলো। স্যার অমায়িক ছিলেন।

শিশুকণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?

উম্মে হানি : আমেনা।

শিশুকণ্ঠ : তার সম্পর্কে কিছু বলো।

উম্মে হানি : আমেনা আমার খুব ভালো বন্ধু। সে আমার প্রতি যথেষ্ট আন্তরিক। আমরা এক সাথে পড়াশোনা করি।

শিশুকণ্ঠ : কী কী খেলাধুলা করো?

উম্মে হানি : বন্ধুদের সাথে সাইকেল চালানো ও ব্যাডমিন্টন খেলে থাকি।

শিশুকণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?

উম্মে হানি : অবসর সময় কার্টুন দেখি।

শিশুকণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?

উম্মে হানি : বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই।

শিশুকণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?

উম্মে হানি : ভালো লাগে।

শিশুকণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?

উম্মে হানি : স্কুল ছুটিতে বেশির ভাগ সময় নানার বাড়িতে বেড়াতে যাই।

উল্লেখ্য, উম্মে হানির বাসা চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ছোবানপুর গ্রামে। তার পিতা মোঃ হাবিব উল্লাহ খান। পেশায় তিনি একজন ব্যবসায়ী। মাতা কামরুন নাহার গৃহিণী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়