প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কবিতা
নাফিউর রহমান রাহাত
কবিতা মানেই নয় শুধু ছন্দ
ছন্দ মানেই নয় কবিতা।
কবিতা মানে কিছু কথা,
কিছু মাধুর্যতা,
যার মাঝে আছে
হাজার কথার মর্মগাথা।
কবিতা মানে নয় শুধু ভালোবাসা,
কবিতা মানে নয় মোহ,
কবিতা মানে সংগ্রাম।
কবিতা মানে বিদ্রোহ।
কবিতা মানে নয় দক্ষতা,
কবিতা মানেই নয় সৃজনশীলতা,
কবিতা মানে বাঁচিয়ে রাখা
কিছু কথা,
কলমের খোঁচায়
কোন একটি পাতায়।
কবিতা মানে নয় শুধু রূপকথা
কবিতা মানে চির বাস্তবতা।
আমরা সকলে হতে পারি কবি
যদি আঁকি মনের কথার ছবি।