প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
উষ্ণ
মেঘের অলক ছুঁয়ে নীলের পিঠে
খর রোদ গাঢ় হয়ে উঠছে হেসে
আজ বৃষ্টি আসুক
আজ বৃষ্টি আসুক
প্রখর দুপুর আর উষ্ণ দিনের শেষে।
উষ্ণতা পেরিয়ে ঘনিয়ে এলো আধার রাতের আলো।
নিপুণ সূচিকর্মে ও দেখা মেলে নি ।
তবুও আশা ছাড়ি নি।
শূন্যভুক
আমি ব্যর্থ
শিকস্তি এ শহরে
আমার এই বারো বছর,
আর বারো বছরে আমি
তিন হাজার দুশো আশিবারি
সুপ্ত্তোথিত প্রত্যুষে,
কখনো উৎফুল্ল দুপুর বেলায়
কখন তখনও আছর কি
মাগরিবের আগ মুহূর্তে
ঝটপাকানো ভাবনা গুলো,
লক্ষ্যকে বিভ্রান্ত করে তুলতো।
এই চেয়ে দেখো,
এতদিন আমি আমার
ভাবনা গুলো প্রকাশ করতে পারিনি।
বাবা বলেছিলো,
বাবা তুই বড় হবি,
অনেক বড়।
বড় হয়ে সবাইকে সেবা করবি।
কিন্ত ভাগ্যের কি লিখন,
বারোটি বছর ধরে আধো
বাবার জন্য কিছুই করতে পারি নি।
আমি ব্যর্থ।
আমি ব্যর্থ,
বাবা তোমার খোকা ব্যর্থ,
তোমার খোকা পরাধীন।