প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০
সাজিদুল ইসলাম শিহাব
প্রদীপ শিখা যেখানে
নিভে যেতে চায়
মরু মেরু ঝড় যদি
গ্রাস করে নেয়,
আমি নিজে প্রদীপ হয়ে
জ্বলবো হেথায়
চন্দ্র নয় সূর্য দিয়ে আলো
জ্বালাবো সেথায়।
হত্যদমের অগ্নি শিখা
জ্বালাতে পারবে না আমায়
আমি ঘূর্ণি হয়ে সব কিছু
উড়িয়ে দিব দূর অজানায়
ইস্পাতে তৈরি করেছি হৃদয়
রণতরী বাইছে সে,
আমার প্রাচীর ভাঙবে
ধরায় আছে এমন কে?