শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০০:০০

ঈশান বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়
অনলাইন ডেস্ক

সৃজন সিংহ ঈশান চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে বড় হয়ে একজন পুলিশ অফিসার হতে চায়।

শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো।

শিশু কণ্ঠ : কেমন আছো?

ঈশান : ভালো আছি।

শিশু কণ্ঠ : কোন ক্লাসে পড়ো?

ঈশান : চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ি।

শিশু কণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

ঈশান : আমার প্রিয় শিক্ষক কামরুল হাসান স্যার। স্যার ভালো করে ইংরেজি পড়া বুঝিয়ে থাকেন। স্যার অমায়িক ও বন্ধুসুলভ আচরণ করে থাকেন।

শিশু কণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?

ঈশান : রাহুল।

শিশু কণ্ঠ : তার সম্পর্কে কিছু বলো।

ঈশান : রাহুল আমার খুব ভালো বন্ধু। সে আমার প্রতি যথেষ্ট আন্তরিক। আমরা এক সাথে পড়াশোনা করি।

শিশু কণ্ঠ : কী কী খেলাধুলা করো?

ঈশান : আমি ক্রিকেট ও মোবাইল গেম খেলে থাকি।

শিশু কণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?

ঈশান :অবসর সময়ে টিভিতে বিভিন্ন খেলা ও হিন্দি ছবি দেখে থাকি।

শিশু কণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?

ঈশান : বড় হয়ে আমি একজন পুলিশ অফিসার হতে চাই।

শিশু কণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?

ঈশান : ভালো লাগে।

শিশু কণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?

ঈশান : স্কুল ছুটিতে বেশির ভাগ সময় নানার বাড়িতে বেড়াতে যাই।

উল্লেখ্য, সৃজন সিংহ ঈশানের বাসা চাঁদপুর শহরের ছৈয়াল বাড়ি রোডে। তার পিতা সঞ্জয় কুমার সিংহ

একজন ব্যবসায়ী। মাতা অর্পণা রাণী গৃহিণী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়