শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

হলদে প্রজাপতির ক্লিপ
মারজুকা ইসলাম

দিনটি ছিল আমার ছোট্টবেলার। বাবা বাসায়। আমারও মন চাইছিল কোথাও ঘুরতে যেতে। তাই বাবাকে গিয়ে বললাম, ‘বাবা, চলো না কোথাও ঘুরতে যাই।’ প্রথমে বাবা রাজি হতে চাইলেন না। পরে অনেক বায়না করে রাজি করালাম। ঠিক হলো মেলায় যাব। তাই বাবাকে তৈরি হওয়ার কথা বলে আমিও ছুট দিলাম তৈরি হওয়ার জন্য। কিছুক্ষণ পর তৈরি হয়ে এলাম। ইতিমধ্যে বাবাও তৈরি হয়ে গেছেন। দুজন মিলে রওনা দিলাম মেলার উদ্দেশে। খানিকক্ষণ পর পৌঁছে গেলাম মেলায়। দুজনে মিলে খুব ঘুরলাম, হাঁটলাম, মজা করলাম। হাঁটতে হাঁটতে চলে যাই একটি প্রসাধনীর দোকানের সামনে। সেখানে গিয়ে প্রথমেই চোখ পড়ল একটি হলুদ প্রজাপতির মতো ছোট্ট ক্লিপের দিকে। দেখতেই খুব পছন্দ হয়ে যায় ক্লিপটি। তাই বাবার কাছে বায়না করলাম ক্লিপটি কিনে দেওয়ার জন্য। বাবা ক্লিপটি কিনে দিতে চাইলেন না।

আমি বললাম, ‘ক্লিপ কিনে না দিলে আমিও বাসায় যাব না।’ বাবাও কোনো রাস্তা না পেয়ে ক্লিপটি কিনেই দিলেন। খুব খুশি আর উত্তেজিত হয়ে বাবাকে একটা চুমু দিয়ে দিলাম। তারপর বাসায় চলে এলাম। পরদিন থেকেই ক্লিপটি পরা শুরু করে দিলাম। ক্লিপটি আমার খুব পছন্দের ছিল। এভাবেই কেটে যায় কিছুদিন। শুরু হয়ে যায় স্কুলের ছুটি। তাই মা–বাবার সঙ্গে চলে যাই বেড়াতে। ভুলবশত ক্লিপটা বাসায় ফেলে চলে গিয়েছিলাম। প্রায় এক সপ্তাহ পর বাসায় ফিরলাম। এই এক সপ্তাহ না পরতে পরতে ক্লিপটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। দিন যায়, সময় যায়। ক্লিপটির কথা আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম। একদিন বারান্দায় বসে চুপটি করে আকাশ দেখছিলাম। হঠাৎ হাতে কী যেন একটা বসে আছে বলে অনুভব করলাম। তাকিয়ে দেখি, ছোট্ট হলুদ একটা প্রজাপতি। প্রজাপতিটি ছিল খুবই সুন্দর। মনে পড়ে যায় সেই হলুদ প্রজাপতির মতো ক্লিপের কথা, যেটা একসময় আমার খুব প্রিয় এবং শখের ছিল।

এখনো কোনো হলুদ ছোট্ট প্রজাপতি দেখলে মনে পড়ে যায় সেই বাবার কিনে দেওয়া প্রিয় ক্লিপের কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়