শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

কাফি ডাক্তার হতে চায়
অনলাইন ডেস্ক

ইমাদ উদ্দিন কাফি চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে বড় হয় একজন ডাক্তার হতে চায়। শিশু কণ্ঠ বিভাগে দেয়া তার সাক্ষাৎকার হুবহুব তুলে ধরা হলো।

শিশু কণ্ঠ : কেমন আছো?

কাফি : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : কোন্ ক্লাসে পড়ো?

কাফি : বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ি।

চাঁদপুর কণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

কাফি : আমার প্রিয় শিক্ষক ফরহাদ হোসেন। যার কাছ থেকে আমার হাতে খড়ি হয়েছিলো। স্যার অমায়িক ও বন্ধু সুলভ ছিলেন।

চাঁদপুর কণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?

কাফি : তাওসিফ।

চাঁদপুর কণ্ঠ : তার সম্পর্কে কিছু বলো।

কাফি : তাওসিফ আমার খুব ভালো বন্ধু। সে আমার প্রতি যথেষ্ট আন্তরিক। আমরা এক সাথে পড়াশোনা করি।

চাঁদপুর কণ্ঠ : কী কী খেলাধুলা করো?

কাফি : বন্ধুদের সাথে সাইকেল চালানো ও মোবাইল গেইম খেলে থাকি। আর খেলাধুলা করার মতো শহরে খোলামেলা পরিবেশ নেই।

চাঁদপুর কণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?

কাফি : অবসর সময়ে কার্টুন দেখি। আমার ছোট বোন ও পরিবারের মানুষজনের সাথে গল্প করি।

চাঁদপুর কণ্ঠ : বড় হয়ে কী হতে চাও?

কাফি : বড় হয়ে আমি ডাক্তার হতে চাই।

চাঁদপুর কণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?

কাফি : ভালো লাগে।

চাঁদপুর কণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?

কাফি : স্কুল ছুটিতে বেশির ভাগ সময় নানার বাড়িতে বেড়াতে যাই।

উল্লেখ্য, ইমাদ উদ্দিন কাফির বাসা চাঁদপুর শহরের মমিনপাড়ায়। তার পিতা মোঃ আবু সুফিয়ান হেলাল একজন ব্যবসায়ী। মাতা তাছলিমা আক্তার তানিয়া গৃহিণী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়