শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মা যদি তুই আসিস ফিরে
মাহবুব

গরম ভাতের ফেনের সাথে,

শুধু এক চিমটি লবণ ।

রোজ সকালে আমার দিলে,

ছিলো কতো আকর্ষণ !!

চোখ দুটি ঠিক থাকতো বইয়ে,

মন থাকতো রান্না ঘরে,

বড়ো বাটিটা যে আমার,

নিতেই হবে আমায় ধরে !!

কি যে মজা, রুহ আফজা-

বা শরবত, লাচ্ছি দামী ।

সেই স্বাদতো আর পাই না খুঁজে,

কেনো পানীয়ে আমি ।।

দুপুর কিবা রাতের বেলা,

সেই পান্তা ভাতের সাথে,

কাঁচা মরিচ, পেঁয়াজ মেখে,

কী মজা পেতাম তাতে।।

থাকতো বিলের কড়া পুঁটি,

সরিষার তেলে ভাজা ।

এমন মজার খাবার কভু ,

খেয়েছে কোনো রাজা ??

মা বলতেন বাজারে যেতে,

আজ রান্নার কিছু নেই যে।

ইচ্ছে করেই বাজার যাওয়া,

ফাঁকি দিয়েছি নিজে ।।

কারণ জানি, তা হলেই ,

ঠিক মুরগী ধরতে হবে !

আলু মুরগির ঝোলের স্বাদে,

আজ পুরবো উদোর সবে ।।

কেজির নিচে দেশি মুরগী,

ঐ ডজন খানেক পাতে !

কেমন করে বাটতেন মা যে,

তাঁর নিপুণ দক্ষ হাতে!

ফিরনি, পিঠা, খৈ ও মুড়ি,

মৌসুমি সকল খাবার ।

মানুষ নাকি যন্ত্র ছিলেন ,

ক্লান্তি,কষ্ট নেই কি তাঁর!

"মা যদি তুই আসিস ফিরে "

ঝাপ দিবো ঠিক তোর কোলে,

গাড়ি,বাড়ি,এসির আরাম,

সকলই পায়ে দলে !!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়