শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শিবম আচার্যীর দুটি কবিতা
অনলাইন ডেস্ক

পথিকের কাছে ভিক্ষা

সে নিঃস্ব পথিকের কাছে ভিক্ষা করে নাও

নাও হে তোমার শান্তির আলোকধারা

সে কেন অবিচল ধারার মত ধেয়ে আসে

তোমার সুষ্টিতে সম্ভাষণ করতে।

তাহার অন্তরে প্রেম নাই, নাই সে হৃদয়ের পটের ছবি

ওরে জীবন সংগ্রামি তিমির রাত্রির কাছে হার মেনেছ বুঝি,

নকি বিলাসিতায় গা ভাসিয়ে অমরত্ব পেতে চাও,

নাকি অন্ধকারে বিলীন হতে চাও।

যদি কখনো কোন ছদ্মবেশী রাখাল আসে,

তোমাকে বলে আমিও চিনি তোমাকে,

তুমি কি বিশ্বাস করবে তাকে?

যাহার হৃদয়ে বিরাজ করে ক্ষণিকের অতিথি

সে কেমনে অন্যদের জীবনে জ্বালাবে বাতি।

রাত্রির মায়ায় নিজেকে অবদ্ধ করে না রেখে

ছায়ার সঙ্গি হয়ে সত্যকে প্রতিষ্ঠা করা যার লক্ষ্য,

তাহার জীবনে থাকে না কোনো ভয়, বিতৃষ্ণা,

আর পরাধীনতা।

পথের সাক্ষী

আমি অসীম দিগন্ত পথ হেঁটেছি,

আমি কন্টকের পথকে আপন করেছি

যদি কোন একদিন এক অচেনা সন্ন্যাসী

এসে বলে, কোথায় সেই অর্বাচীন

যাহার সত্য আমাকে বিচলিত করেছে,

তখন কি কেউ বলবে আমি তাহার সত্যের সাক্ষ্য দিতে রাজি

আমি আলোকের ঝরনায় গা ভাসিয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে চাই না,

আমি অন্ধকারের কালোতে লুকিয়ে নিজের সত্য ভাষ্যকে উন্মেষ করেতে চাই।

আমি অনাদি দিগন্তের কাছে ভিক্ষা করছি

তোমরা আমার পথকে সঙ্কুচিত করো না।

আমি যতই হাঁটবো ততই শিখবো,

ততই আমার থলি ভরবে জ্ঞানের পাতায়।

যদি কোন একদিন কোন উড়ন্ত শঙ্খচিল এসে বলে

আমি তার জন্য কুয়াশা এনেছি

তার জীবনে সংগ্রামে অন্তের দিন আমি তার জন্য শান্তির তরবারি আনব

যার দ্বারা সকল অন্ধকার, সকল কন্টক হবে ছিন্ন বিছিন্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়