শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ক্লান্তি
আফিফ আহমেদ

এ শহরে আমার কোনো বন্ধু নেই!

অবশ্য এ নিয়ে আমার কোনো আক্ষেপ, অনুযোগ, উৎকণ্ঠা নেই।

বন্ধুহীন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি,

তা বন্ধুহীনতার নয়, নয় একাকীত্বের।

কেবল একরাশ ক্লান্তির!

এ শহরে ক্লান্তি মুছবার মত আমার কোনো গামছা নেই

আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি।

এ শহরে আমরা প্রত্যেকেই তো একেকটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই।

এ শহরে প্রত্যেকের মন একেকটা সাদা থান পরে আছে।

বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি যাপন করছে দিনরাত।

এর চেয়ে নৃশংস নয় আমার বন্ধুহীনতা।

আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে।

যে শহরে সকালের রোদেরা অভিশপ্ত,

হাড়ের সন্ধিতে জমাট ব্যথার মত অসহ্য জীবন যাপন,

সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব?

শীঘ্রই ছেড়ে যাব এ শহর।

দূরে, অন্য কোনো শহরে গড়ব বসতি,

তবে অত তাড়া নেই।

ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম,

তবু ভুল ট্রেনে চড়ব না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়