শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভরা বর্ষায়
আফিফ আহমেদ

বৃষ্টি হচ্ছে মুসলধারে,

বৃষ্টি হচ্ছে অবিরাম।

বৃষ্টি জলে যাচ্ছে ডুবে,

সামনে পিছে ডান ও বাম।

পথ হয়েছে কর্দমাক্ত,

যাব কেমনে ইস্কুলে।

ও মাঝি ভাই নায়ে তোমার

নেবে কি আমায় তুলে?

সাথে যাবে গাঁয়ের ছেলে,

পড়ার সাথী অনেক জন।

ডুববে নাকি নৌকা তোমার,

দুরুদুরু করে মন।

নায়ে যাব, নায়ে যাব,

নায়ে যাব বাহিরে

নাও ছাড়া যে চলার পথে,

তেমন কিছু নাহিরে।

ও মাঝি ভাই এবার তুমি,

নায়ের রশি দাও খুলে।

ঝাপসা চোখে বৃষ্টি বেলায়,

যেও না গো পথ ভুলে।

নায়ে যাবে কেমন করে?

নায়ের পথ যে আটকানো।

যাবে যদি দূরের পানে,

আকাশ পথের যান আনো ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়