শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

পূর্ণতা ডাক্তার হতে চায়
অনলাইন ডেস্ক

চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত পূর্ণতা বড় হয়ে ডাক্তার হতে চায়। শিশু কণ্ঠ বিভাগে দেওয়া তার সাক্ষাৎকার হুবহু তুলে ধরা হলো :

শিশু কণ্ঠ : কেমন আছো?

পূর্ণতা : আলহামদুলিল্লাহ, ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : কোন ক্লাসে পড়ো?

পূর্ণতা : চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ি।

চাঁদপুর কণ্ঠ : তোমার প্রিয় শিক্ষক কে? তার সম্পর্কে কিছু বলো।

পূর্ণতা : সব স্যার ও ম্যামরাই আমার প্রিয়। আমাদের ক্লাস টিচার কাজল স্যারকে আমার ভালো লাগে। স্যার আমাদেরকে আনন্দ দিয়ে পড়ান।ক্লাসে মনোযোগী করার জন্য স্যার আমাদের সাথে নিয়ে গান গেয়ে থাকেন।

চাঁদপুর কণ্ঠ : স্কুলে তোমার বন্ধু কে?

পূর্ণতা : শবনাজ ইসলাম মুনিয়া।

চাঁদপুর কণ্ঠ : তার সম্পর্কে কিছু বলো।

পূর্ণতা : সে খুব মিশুক। বড়দেরকে সালাম দিয়ে কথা বলে থাকে। আমাকে শ্রেণি কক্ষে সাহায্য করে। আমি ক্লাসে উপস্থিত না থাকলে ফোন করে পড়া জানিয়ে দেয়।

চাঁদপুর কণ্ঠ : কী কী খেলাধুলা করো?

পূর্ণতা : খেলা ধূলা বলতে তেমন কিছু না।মাঝে মধ্যে পুতুল তৈরি করি।

চাঁদপুর কণ্ঠ : অবসর সময়ে আর কী কী করো?

পূর্ণতা : অবসর সময়ে আমার প্রিয় লেখক আহসান হাবীবের বই পড়ি। ছবি আকি। ছবি আঁকতে আমার ভালো লাগে। আর টিভিতে কাটুন দেখি।

চাঁদপুর কণ্ঠ : বড় হয়ে কী হতে চাওৎ

পূর্ণতা : আমি বড় হয়ে শিশুদের ডাক্তার হতে চাই।

চাঁদপুর কণ্ঠ : গল্প কবিতা পড়তে কেমন লাগে?

পূর্ণতা : গল্প পড়তে আমার ভালো লাগে। কবিতা আবৃত্তি করতে ও ভালো লাগে।

চাঁদপুর কণ্ঠ : স্কুলের ছুটিতে কোথাও ঘুরতে যাও?

পূর্ণতা : স্কুল ছুটিতে আমি দাদার বাড়িতে যাই।দাদুর বাড়িতে আমার খুব ভালো লাগে। দাদুর বাড়িতে নদীর পারে ঘুরে বেড়াই।

নাম : মিফতাহুল জান্নাত পূর্ণতা।

পিতার নাম : মোঃ মোতাহার হোসেন।

পেশা : চাকুরি।

মাতার নাম : ফাহিমা আক্তার

পেশাঃ কলেজ শিক্ষক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়