প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০
মেহরাব হোসেন
বৃষ্টি নামে গাছের ডালে
পাতায় পাতায় সুখ,
পাক পাখালি গাছের নিচে
লুকিয়ে রাখে মুখ।
বৃষ্টি নামে কাকের বাসায়
ভিজবে তাদের ছানা,
মা পাখিটা ছড়িয়ে দিলো
কালো দুটি ডানা।
বৃষ্টি নামে ঘরের চালে
ঝুমুর ঝুমুর শব্দ,
মন চায় আমার ঘুমিয়ে কাটাই
কয়েক শত অব্দ।
বৃষ্টি নামে খেলার মাঠে
খেলতে মাঠে ছুটি,
কাদা পানিতে কিশোর ছেলে
খায় যে লুটোপুটি।