প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
ফাতেমা তুজ জান্নাত প্রিয়া
গ্রীষ্ম শেষে বর্ষা রিমঝিম,
ভিজিয়ে গেল ধরাকে।
রুক্ষ মাটি পেল ফিরে প্রাণ,
তাই ভালোবাসে বর্ষাকে।
মনে পড়ে তার চৈত্রের দাবদাহ
ভরা দিনগুলোর কথা;
পানি বিনা কেটেছে দিন
জমেছে বহু ব্যাথা।
চাতক পাখির মতো ছিল,
তৃষ্ণার্ত, কাঠফাটা মাটি।
বর্ষার আশীর্বাদে আজ
সে নরভ কাদামাটি।
কেঁচো, শামুক গান গায়
কাদামাটির মাঝে,
রুক্ষতার দিন শেষে আজ
মাটি, কাদা মাটি সাজে।