প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০
নজরুল ইসলাম শাকিল
শব্দ নেই,
ফুরিয়ে গেছে; বাগযন্ত্রের ভাষা।
স্বপ্ন নেই,
মরে গেছে ; মনের সকল আশা।
চাকরি নেই,
ঘুন ধরেছে; সনদপত্রের বুকে।
বন্ধু নেই,
শাপলা ফুটে; তপ্ত মরুর বুকে।
টাকা নেই,
ছিড়ে গেছে ; প্যান্টে দেওয়া তালি।
ইজ্জত নেই,
হরহামেশাই ; সকলে দেয় গালি।
কলম নেই,
হারিয়ে গেছে ; শব্দ বোমার খাতা।
মগজ নেই,
লাফিয়ে চলছে ; 'বুদ্ধি বেচা মাথা।'
প্রেম নেই,
প্রেমী মজেছে ;তাজমহলের রুপে।
আমি নেই,
আত্মা আছে; মানব রুপি খোপে।