প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০
আমি হতে চাই লেখক
আমি হতে চাই কবি,
আমি সাজাতে চাই
আমার মনের হাজার রঙ্গের ছবি।
আমি হতে চাই নাবিক
আমি হতে চাই নিভির্ক।
আমি হতে চাই সৈনিক
আমি হতে চাই দেশ প্রেমিক।
আমি হতে চাই ডাক্তার
আমি মুছে দিতে চাই
হাজারো মানুষের কষ্টের কাটাতাঁর।
আমি হতে চাই প্রকৌশুনী
আমি তৈরি করতে চাই নতুন কিছু,
নতুন কলাকৌশলী,
যা সারা বিশ্বকে বলি।
আমি হতে চাই শিক্ষক
আমি হতে চাই পথ প্রর্দশক।
আমি হতে চাই বিমান বালা
দেখতে চাই
আকাশের মেঘেদের মেলা,
রংধনুরা করে যেখানে খেলা।
আমি হতে চাই শিল্পপতি
লাভ না হইলে নাই যার গতি
লাভ ক্ষতিই যার শেষ পরিনতি।
আমি হতে চাই দক্ষ,
আমি হতে চাই অভিঙ্গ,
আমি হতে চাই দুর্বায় দুর্জয়,
আমি বরণ করতে চাই না কখনো পরাজয়।