প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০
কলম
কালো মেঘে আচ্ছাদিত নীল আকাশ,
যেনো বিবর্ণ লাবণ্যহীন ভুবনের সব রঙ,
ব্যথার উত্তাল সাগরে যখন আছড়ে পড়ে সুনামির ঢেউ,
ঝরে পড়ে বসন্তে ফোটা সব পুষ্পকলি,
তোমাকে ছাড়া এ ভুবন যেনো মৃতপুরীর আস্তিন।
যেনো ঝলমলে রৌদ্রর শেষে ফিরে আসে আঁধারের ঝাঁক,
তোমার কাজল কালো চোখের বিমোহিত সে ভাষায়,
আমি যুগ যুগ ধরে খুঁজি কবিতার ছন্দমালা।
তোমাকে নিয়ে লেখা হাজারো রূপকথার গল্প-
সময়ের প্রবাহ ¯্রােতে স্মৃতি হয়ে মুছে গেছে,
যেমনি মুছে যায় রংধনুর ঐশ্বর্য।
বেদনার লৌহিত সাগর
বেদনার লৌহিত সাগরে ডুবে আছি বহুকাল,
আর্তনাদের কম্পন বেগ জলতরঙ্গে মিশে গেছে,
সে তরঙ্গ সৃষ্টি করেছে বিষাদময় বিরহের সুর,
যা কোনোকালেই শোনা হবে না তোমার।
তুমি তো বুনো-উল্লাসে মেতে আছ প্রিয়শী,
হৃদয় পোড়া আর্তনাদের ভাষা তাই বুঝবে না।
তোমার চারপাশজুড়ে ভুবনের সব আলো ঝলমলিত,
আর আমি ভরা অন্ধকারে জোনাকির আলোতে পথ খুঁজে ফিরি।