প্রকাশ : ২৬ মে ২০২৩, ০০:০০
মানবের থাকবে মানবতা
সৃষ্টি তত্ত্বে এই মূল কথা॥
মানবতা যদি হয় ভ্রষ্ট,
প্রকৃতিও হয়ে যাবে রুষ্ট॥
হুঁশিয়ারি আসছে বারে বারে,
আমলা দুর্নীতি বাড়ছে স্তরে স্তরে॥
হায়রে! আমলা মানবজাতি,
নানা কৌশলে ঘটাচ্ছে মানবের দুর্গতি॥
জীবন সায়াহ্নে অনিবার্য সবার,
রেখে যেতে হবে সম্পদের পাহাড়॥
অবৈধ সম্পদের যত ছড়াছড়ি,
ভোগ করিবে তোমার উত্তর সূরি॥
ধর্ম যদি বিশ্বাসে থাকে তোমার,
অন্যায়ের জবাব শুধুই এক জনার॥
হায়! একি নির্মম তামাশা,
উৎকোচ হলেই থাকে না কাগজ-সমস্যা॥
বংশধারার অনুসারী যেমন মানুষ,
আমলার চেয়ারও তেমনি ধারায় বেহুঁশ॥
মানুষ মানুষকে যেভাবে করছে পণ্য,
'সিডর-মোখা'ও করছে বিপন্ন॥
হায়রে! জীব-শ্রেষ্ঠ মানুষ,
ধান থেকে চাল বেরুলে শুধুই তুষ॥
চরিত্র অমূল্য সম্পদ ঘোষে সর্বজন,
দুশ্চরিত্রকে মানুষ দোষে অনুক্ষণ॥