রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

জিসান আহমেদের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

আলো

আমার স্বহস্তে অঙ্কিত স্বপ্নকুঞ্জ

আজ বাহির থেকে খিল মারা,

আমি অন্ধকার এ প্রকোষ্ঠে বন্দি

বেঁচে থাকা দায় আলো ছাড়া।

নীলাম্বরীর বুকে উড়ানো ঘুড়ি

আজ পেরিয়ে গেছে মহাশূন্য,

আমি নাটাই হাতে দাড়িয়ে একা

আলোহীন এ বেলা তিমির অরণ্য।

আজিকার এই ঘোর অমানিশায়

আলো ছাড়া এ ঘর যেন কারাগার,

রক্তনালীর অন্ধকার গলিপথ ধরে

চোরাগোপ্তা হামলা আসে বারবার।

যামিনী ফুরিয়ে প্রভাত এসেছে

পূব আকাশের ঊষার আগমনে,

অন্ধকার এ প্রকোষ্ঠ মাতিয়ে রাখি

আলোর ছোঁয়া পাওয়ার দিন গুণে।

ভোরের গান

অত্যন্ত প্রত্যুষে

পশ্চিমাকাশে

চাঁদের নিষ্প্রভ হওয়া

ফজর শেষে

মুসল্লি বেশে

হাঁটতে চলে যাওয়া।

হিমহিম শীতে

গ্রামীণ বাড়িতে

কুয়াশার উড়ানি গায়

অনম্বর গগনে

শীতল পবনে

কাক ডানা ঝাপটায়।

পূব আকাশে

স্ফীত হেসে

আদিত্য দেয় উঁকি

নির্মল চিত্তে

স্বপ্ন জিততে

নিবো এবার ঝুঁকি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়