প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
আরাবি। চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা খাজা এনায়েত উল্যাহ একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্রী। সে বড় হয়ে একজন চিকিৎসক হতে চায়। শিশুকণ্ঠ বিভাগে দেয়া তার সাক্ষাৎকার নিম্নে তুলে ধরা হলো।
শিশুকণ্ঠ : কেমন আছো?
আরাবি : আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
শিশুকণ্ঠ : বড় হয়ে তুমি কী হতে চাও?
আরাবি : বড় হয়ে আমি চিকিৎসক হতে চাই।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খাবার কী?
আরাবি : ইলিশ মাছ ও বিরিয়ানি।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খেলা কী?
আরাবি : আমার প্রিয় খেলা হচ্ছে হাড়িপাতিল খেলা।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় ব্যক্তি কে?
আরাবি : আমার প্রিয় ব্যক্তি হলেন : বাবা-মা, দাদু, ও আমার শিক্ষরা।
শিশুকণ্ঠ : অবসর সময়ে তুমি কী করো?
আরাবি : ছবি আঁকা ও আম্মুর কাছ থেকে গল্প শোনা।
উল্লেখ্য, উম্মে আরাবি শাশার বাবা মোঃ আঃ সালাম গাজী প্রবাসী। মা জান্নাতুল ফেরদৌস গৃহিণী। তার বাড়ি চাঁদপুর সদর উপজেলার নানুপুর গ্রামে।