প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
চাঁদকে বলি মুন
সূর্যকে বলি সান
এসব পড়া শিখছে শোন
আমার দাদিজান।
কলম হলো পেন
বিছানা হলো বেড
মাথা খারাপ লোককে বলে
দাদি এখন মেড।
মেঘ গুড় গুড়
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
নামলো বুঝি বৃষ্টি।
ভিজছে বনের গাছগাছালি
কী অপরূপ সৃষ্টি।
হাওয়ার সাথে যায় ডেকে যায়
ভেজার আমন্ত্রণ।
মেঘ গুড় গুড় মেঘ গুড় গুড়
বৃষ্টি ভেজায় মন।
মনটা উদাস কোন সে কারণ
বৃষ্টি নামের ভেলা।
মেঘ গুড় গুড় মেঘের সাথে
বৃষ্টি ভেজার খেলা।