প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০:০০
অনলাইন ডেস্ক
টুপটুপাটুপ বৃষ্টি পড়ে
টিনের চালে হায়!
মনের সুখে গুনগুনিয়ে
ফুল কলিরা গায়।
বাগানজুরে ফোটে দেখো
কদম-কেয়া ফুল,
ফুলের মধু নিতে ভ্রমর
করে হুলুস্থুল।
মেঘকুমারী আড়াল থেকে
মিটিমিটি চায়,
নদীর জলে মাঝি জেলে
বৈঠা টেনে যায়।
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে করে
বৃষ্টির সুধা খায়,
চারোদিকে রব উঠে যায়
নূপুর পরে পায়।