প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
জীবনটা অদ্ভুত!
কিছু কিছু অপূর্ণতা, কিছু আশা এইতো জীবন।
একদিন ইচ্ছে করলো, আসমান ধরার
কিন্তু ইচ্ছে করলেই কি সম্ভব? সম্ভব নয়!
সেদিন রাত্রিরে খুব ইচ্ছে করলো, ঘুরে আসি সমুদ্রে।
কিন্তু কীভাবে?
জোছনা-বিলাস কার না ভালো লাগে?
মাঝে মাঝে মন খারাপ হওয়া উচিৎ!
যখন এক বুক কষ্ট আর অভিমান নিয়ে
আকাশে হাত উঠানো যায়!
জীবনের ছন্দপতন মানেই অসহ্য!
জীবন খুব অদ্ভুত!
সেদিন ইচ্ছে হলো কারো সঙ্গী হই
জোছনার আলোয় মনের সুখে কথা কই!
চাঁদনী রাত ইচ্ছে জাগে, সকাল আসার আগে
খুব একাকী একলা থাকি শূন্য শূন্য লাগে।
ঝিলিক-মিলিক নদীর পানি স্রোতের টানে যায়
অদ্ভুত সব ইচ্ছেরা যে রাত্রি করে ভাবায়!