প্রকাশ : ০১ জুলাই ২০২২, ০০:০০
শাহরিন রাদি। চাঁদপুর শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী। সে বড় হয়ে একজন ভালো ডাক্তার হতে চায়। শিশুকণ্ঠ বিভাগে দেয়া তার সাক্ষাৎকার নিম্নে তুলে ধরা হলো।
শিশুকণ্ঠ : কেমন আছো?
রাদি : আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো আছি।
শিশুকণ্ঠ : বড় হয়ে তুমি কি হতে চাও?
রাদি : আমি বড় হয়ে একজন ভালো ডাক্তার হবো।
শিশুকণ্ঠ : তুমি কি শিশুকণ্ঠ পড়ো?
রাদি : জ্বি। আমি শিশুকণ্ঠ পড়ি।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খাবার কী?
রাদি : বিরিয়ানি ও চিকেনফ্রাই।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় খেলা কী?
রাদি : লুডু ও ব্যাডমিন্টন।
শিশুকণ্ঠ : তোমার প্রিয় ব্যক্তি কে?
রাদি : আমার প্রিয় ব্যক্তি হলেন বাবা-মা, দাদা, দাদু ও আমার শিক্ষকরা।
শিশুকণ্ঠ : অবসর সময়ে তুমি কী করো?
রাদি : ফুলের বাগান করি ও গল্পের বই পড়ি।
উল্লেখ্য, রাদির পিতা মোঃ তৌহিদুর রহমান একজন ব্যবসায়ী। মাতা সেলিনা আক্তার গৃহিণী।