শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০

চির সত্য মরণ
অনলাইন ডেস্ক

আঁধারে জন্ম নেয়া শিশির ফোঁটা

কখনো আলোর অপেক্ষায় থাকে না

আলোতে কখনো সুখ লুক্কায়িত থাকে না

আঁধার আছে বলেই কিন্তু আলোর সৃষ্টি

আলোর কারণেই বেঁচে আছে সৃষ্টির সবই।

জীবন তরীতে সুখণ্ডদুঃখ দুটো এ থাকবে

অবিরাম সুখণ্ডদুঃখের ধারা ঝরে যাবে।

জীবন শুরু আগে ঠিকই খবর পাওয়া যায়

কিন্তু মরনের খবর কখনো না পাওয়া যায়।

ভবের সুখ কিন্তু ভবের মাঝে কখনো নয়

পরকাল বলতেও চিরসত্য একটি কথা রয়।

জীবন মৃত্যু দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ

জন্ম যখন হয়েছে ভবে মৃত্যু অনিবার্য হবে।

দুনিয়ায় নেশায় করেছো তুমি জীবন পার

স্রষ্টার কাছে কী জবাব দিবে করছো পাপ।

সময়ে স্রোতে নিয়ে যাবে ঠিকই মরণের কাছে

সেদিন থাকবে না দুনিয়ার কোন কিছুই সাথে।

কেন টাকা-পয়সার করো এতো অহংকার

মরণকালে কিছুই তো হবে না সঙ্গী তোমার।

রাজার রাজত্ব কিংবা বাদশার সম্পদ

সবই তো আছে ভবে কিন্তু তারা নেই এ ভবে।

তেমনি তুমি আমি কেউ থাকবো না এই ভবে

চিরসত্য মরণ হলে ছাড়তে হবে দুনিয়ায় তবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়