প্রকাশ : ২৭ মে ২০২২, ০০:০০
আঁধারে জন্ম নেয়া শিশির ফোঁটা
কখনো আলোর অপেক্ষায় থাকে না
আলোতে কখনো সুখ লুক্কায়িত থাকে না
আঁধার আছে বলেই কিন্তু আলোর সৃষ্টি
আলোর কারণেই বেঁচে আছে সৃষ্টির সবই।
জীবন তরীতে সুখণ্ডদুঃখ দুটো এ থাকবে
অবিরাম সুখণ্ডদুঃখের ধারা ঝরে যাবে।
জীবন শুরু আগে ঠিকই খবর পাওয়া যায়
কিন্তু মরনের খবর কখনো না পাওয়া যায়।
ভবের সুখ কিন্তু ভবের মাঝে কখনো নয়
পরকাল বলতেও চিরসত্য একটি কথা রয়।
জীবন মৃত্যু দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ
জন্ম যখন হয়েছে ভবে মৃত্যু অনিবার্য হবে।
দুনিয়ায় নেশায় করেছো তুমি জীবন পার
স্রষ্টার কাছে কী জবাব দিবে করছো পাপ।
সময়ে স্রোতে নিয়ে যাবে ঠিকই মরণের কাছে
সেদিন থাকবে না দুনিয়ার কোন কিছুই সাথে।
কেন টাকা-পয়সার করো এতো অহংকার
মরণকালে কিছুই তো হবে না সঙ্গী তোমার।
রাজার রাজত্ব কিংবা বাদশার সম্পদ
সবই তো আছে ভবে কিন্তু তারা নেই এ ভবে।
তেমনি তুমি আমি কেউ থাকবো না এই ভবে
চিরসত্য মরণ হলে ছাড়তে হবে দুনিয়ায় তবে।